
		ভোলায় ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায়। সংঘর্ষে জড়িয়ে পড়ে আলীনগর ও চরসামাইয়া ইউনিয়নের শতাধিক বাসিন্দা।
আহতদের মধ্যে আলীনগরের সাতজন এবং চরসামাইয়ার পাঁচজনের নাম জানা গেছে। আলীনগরের ছালেম ও ইউসুফকে বরিশালে, আর চরসামাইয়ার জুলু তালুকদারকে ঢাকায় নেওয়া হয়েছে। বাকিরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্সপোর্ট ব্যবসায়ী ফেরদৌস ও স-মিল মালিক আব্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সোমবার রাতে ফেরদৌস আব্বাসকে ব্যবসায়িক আলোচনার জন্য ডেকে আনেন। একপর্যায়ে উভয় পক্ষের ম্যানেজারদের মধ্যে বাগবিতণ্ডা হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরে দুই ইউনিয়নের শতাধিক মানুষ দা, রড ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। আলীনগরের বাসিন্দারা দাবি করেন, ফেরদৌসের লোকজন আগে হামলা চালায়। অন্যদিকে চরসামাইয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়, আব্বাসের অনুসারীরাই অতর্কিত হামলা করে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন