
ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকারসহ জামায়াত নেতৃবৃন্দ শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকল বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং যেকোন প্রয়োজনে কমিটিকে সহায়তার আশ্বাস দেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) মজলিসপুর মাইজখার, জিউ মন্দির, সাহাপাড়ায়, শীতল পাড়া মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত নেতৃবৃন্দ এই মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা নায়েবে আমীর শিবলী নোমানী, সেক্রেটারি গোলাম সারওয়ার, কসবা পৌরসভা আমীর হারুন অর রশিদ, শিবির সভাপতি তুহিন রেজা প্রমুখ।
মন্তব্য করুন