মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় পূজার বাজার পেলেন ৩৫০ পরিবার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ৩৫০ পরিবারের হাতে পাঁচ টাকায় পূজার বাজার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’।আজ মঙ্গলবার দুপুরে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ এই খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেজে পোলাও চাল, চিনি, তেল, আটা, নারিকেল ও একটি মুরগি দেওয়া হয় ৷এই উদ্যোগের ফলে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে৷ আয়োজকরা বলেন, অস্বচ্ছল পরিবারের মানুষজন যেন আনন্দের সঙ্গে পূজা পালন করতে পারে, সেজন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে৷ এই উদ্যোগটি অব্যাহত থাকবে৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন৷ এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সহায় (জুলুম বস্তির) উপদেষ্টা ফারুক হাসান জুলু, কাজল রেহমান, সংগঠনটির সভাপতি লিফাত আলম, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ স্বেচ্ছাসেবকরা৷ খাদ্যসামগ্রী নিতে আসা সনাতনীরা জানান, পাঁচ টাকায় এতো কিছু পাওয়া সত্যিই অবিশ্বাস্য। মনটা ভরে গেল৷ প্রতিবারে এমন আয়োজন করবেন উদ্যোক্তরা এমন প্রত্যাশা তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন