মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কক্সবাজারের ৬ স্থানে ডাস্টবিন দিলো ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

কক্সবাজারে পর্যটন এলাকা পরিচ্ছন্ন রাখার প্রত্যয়ে নতুন উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা জানা গেছে। এই উদ্যোগের অংশ হিসেবে অন্তত ছয়টি পর্যটন স্পটে ডাস্টবিন স্থাপন করেছে ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটি। এই উদ্যোগে সহযোগিতায় রয়েছে আইএলও-আইজেক প্রকল্প, বাস্তবায়নে এনরুট ইন্টারন্যাশনাল।

আজ মঙ্গলবার রামুর রাংকুট বৌদ্ধ বনাশ্রম, মিনি বান্দরবান গোয়ালিয়া ও কাকড়া বিচ, ইনানী ও পাটুয়ারটেকসহ ছয়টি পর্যটন স্পটে যৌথ উদ্যোগে সংগ্রহ করা এসব ডাস্টবিন ব্যবস্থাপনা কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

পর্যটন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনাকে সহজ করা এবং ভ্রমণকারীদের পরিবেশ সচেতন করে তোলা এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য এনরুট ইন্টারন্যাশনালের টিম লিডার ইব্রাহিম খলিল ভূঁইয়া বলেন, পর্যটন এলাকাগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু ভ্রমণকারীদের অভিজ্ঞতা উন্নত করবে না, বরং স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও সহায়ক হবে।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলেন, ডাস্টবিন থাকায় এলাকা পরিষ্কার রাখা সহজ হবে। এতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যবোধ করবেন। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটন খাতকে আরও টেকসই করে তুলবে। পর্যটন নগরী কক্সবাজারকে আরও সুন্দর ও টেকসই রাখতে এই উদ্যোগ দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন