বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

হিন্দুরা আ.লীগের ভোট ব্যাংক, কথাটি ভুল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাংক কথাটি ভুল, ডাকসুর জগন্নাথ হল তার প্রমাণ। আজ অষ্টমীর সন্ধ্যায় মাগুরার শ্রীপুর উপজেলার নাঙ্গলবাঁধ সার্বজনীন পূজা মন্দিরে এসব কথা বলেন তিনি। মাগুরার শ্রীপুর উপজেলার নাঙ্গলবাঁধ সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বাবু জয়ন্ত কুমার কুন্ডু ।

এ সময় উপস্থিত ছিল মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম সহ বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল,কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

বাবু জয়ন্ত কুমার কুন্ডু তার বক্তব্যে বলেন, এবার খুব সারম্বরে জাঁকজমকপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ যেসব রাজনৈতিক দল রয়েছে এই সরকার সহ যাতে আরম্বর ও সুষ্ঠু ভবে এই পূজা উদযাপন হয় সে ব্যাপারে সদা তৎপর রয়েছে। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের বার বার তাগিদ দিয়েছে আমাদের দলের প্রতিটা ইউনিট তাদের সুবিধা অসুবিধা তাদের চাহিদা মতো দেখভাল করি।

তিনি আরো বলেন আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুরা ২০০৯ সালে শেখ হাসিনার নিজের জেলার টুঙ্গিপাড়া কোটালিপাড়ায় সংখ্যালঘুদের পারসেন্ট কত ছিল আর এখন একটু হিসাব করে দেখেন, সেটা নেমে কত চলে আসছে। তাহলে সংখ্যালঘুরা কতটা ভালো ছিল পরিসংখ্যানই বলে দেবে।

তিনি আরো বলেন তাদের তো ভোটই লাগে নি, ২০১৪ সালে লাগেনি ২০১৮ সালে লাগেনি, ২০২৪ সালে লাগেনি, যেহেতু তাদের ভোট লাগেনি সেহেতু তাদের সংখ্যালঘুদের লাগেনি। ঢাকেশ্বরী মন্দিরে চুরি হয়েছে একটা চোরও ধরতে পারিনি। বাংলাদেশে সংখ্যালঘুরা বিএনপির সাথে নাই একটা ভ্রান্ত ধারণা ছিল এবার সেটা প্রমাণ হয়ে গেছে ডাকসু নির্বাচনের জগন্নাথ হলের রেজাল্টে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২