মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

খুলনায় রোটারী স্কুলের ৫০ বছর পূর্তিতে নানা আয়োজন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম

রোটারী স্কুলের ৫০ বছর পূর্তিতে (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই ধরাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯ টায় রোটারী স্কুলের প্রাক্তণ ও বর্তমান শিক্ষারথীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এ শোভাযাত্রাটি খালিশপুর গাবতলা থকে পৌরসভা মোড় হয়ে আবার রোটারী স্কুল প্রাঙ্গণে প্রদক্ষিন করে। তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

বেলুন ও কবুতর উড়িয়ে মূল আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন খুলনা মেট্রো পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠানে তারপর কেক কাটা, ‘আলোকিত হোক আগামীর স্বপ্ন’ শীর্ষক আলোচনায় অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বহুদিন পর দেখা হওয়ায় প্রাক্তণ শিক্ষার্থীদের একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। কেউ কেউ আনন্দে নাচতে থাকেন এ সময়। এক সাথে নিজের ব্যাচের সাল বলে চিৎকার করেন তারা। বৃষ্টি উপেক্ষা করে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি রোটারী স্কুলে বৃহস্পতিবার সকালের পরিবেশ ছিল উৎসবমূখর।

এ প্রসঙ্গে ২০০০ সালের এস এস সি ব্যাচের সালেহীন আহমেদ রোমেল বলেন, এতদিন পর পুরাতন সেই বন্ধুদের একসাথে দেখে খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। আমরা নিজেদের জীবনে এখন খুব ব্যস্ত। লন্ডনে আমার ব্যবসা রেখে এসেছি এ অনুষ্ঠানে থাকবো বলে। চুল পেকেছে আমাদের কিন্তু এতদিন পর ছোটবেলার বন্ধুদের দেখে যেন আবার সেই ছেলেবেলায় ফিরে গেছি। আজ ৩ অক্টোবর শুক্রবারেও অনুষ্ঠান রয়েছে। বর্ণাঢ্য আনন্দ আয়োজন চলবে আজ সারাদিন-রাত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন