বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১২:১৭ পিএম

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর এলাকায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রেললাইনের পাশের ঝোপে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শকসাফুর আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ব্যক্তিটির মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২