
কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি থাকা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড় থেকে দুই পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জানান, মানবপাচারকারীরা মুক্তিপণ আদায় ও বিদেশে পাচারের জন্য তাদের আটক করে রাখে। শুক্রবার মধ্যরাতে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে দুইজন পাচারকারীকে আটক করে এবং ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা তাদের ওপর নানা নির্যাতন চালাত। এ ঘটনায় আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানবপাচার প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মন্তব্য করুন