শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

হবিগঞ্জে রত্না সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

সিলেটে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ রত্না সেতু ভেঙে যাওয়ায় আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে অতিরিক্ত ওজন নিয়ে পাথরবোঝাই একটি ট্রাক সেতুর ওপর উঠতেই ভেঙে যায় সেতুটি। এতে মুহূর্তেই বন্ধ হয়ে যায় হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ রুটে সব ধরনের যান চলাচল।

হঠাৎ এ বিপর্যয়ে সেতুর দুই পাশে আটকা পড়ে সহস্রাধিক যানবাহন। নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কর্মজীবী মানুষের যাতায়াতে দেখা দেয় চরম ভোগান্তি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় যাত্রীসহ স্থানীয় মানুষ বিকল্প হিসেবে নৌকায় করে নদী পার হন।

স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কোনো ধরনের সংস্কার বা মেরামত কাজে উদ্যোগ নেয়নি। দ্রুত সেতুটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।

এবিষয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, সেতুটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। খুব শিগগিরই সংস্কার কাজ শুরু করে দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাঁকখালী নদীর মোহনায় ৩৭৫ বস্তা সিমেন্টসহ আটক ৮
বাঁকখালী নদীর মোহনায় ৩৭৫ বস্তা সিমেন্টসহ আটক ৮
কনকনে ঠান্ডায় ম্যারাথন দৌড়ে সাড়ে ৬ হাজার প্রতিযোগী
কনকনে ঠান্ডায় ম্যারাথন দৌড়ে সাড়ে ৬ হাজার প্রতিযোগী
বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেফতার
বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেফতার
আলীকদমে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
আলীকদমে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত