মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
মা ইলিশ সংরক্ষণ অভিযান

প্রথম দিনেই হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ও মা ইলিশ অবমুক্ত

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম

বরিশালের উজিরপুরে শিকারপুর সন্ধ্যা নদীতে প্রথম দিন অভিযান চালিয়ে হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার ও মা ইলিশ অবমুক্ত করা হয়।

শনিবার (৪ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ পরিচালিত হয়।

প্রশাসন মা ইলিশ নিধন বন্ধ করতে আজ সকাল ১১ টায় জেলদেরকে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করে। পরে সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার নেতৃত্বে শিকারপুর সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেন। এ সময় জালে আটকা পড়া মা ইলিশ জীবিত অবস্থায় নদীতে অবমুক্ত করে দেন।

জীবিত ইলিশ ছেড়ে দেওয়ার দৃশ্য দেখে দুই পাড়ের মানুষের মাঝে তুমুল হইচই পড়ে যায়। বিষয়টি এই প্রথম ও বিরল দৃশ্য বলে স্থানীয়দের মাঝে শোরগোল পড়ে যায়।

কার্যক্রম পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহেশ্বর মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার প্রতিনিধির একটি টিম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সহ সকল প্রকার মা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।

এ ব্যাপারে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন।

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা প্রশংসায় ভাসতে থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন