
		“মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মজলুম জননেতা ছিলেন। নির্ধারণ নিপীড়িত মানুষের পাশে তিনি সংগ্রাম ও লড়াই করেছেন। অন্যয়ের সাথে কখনো আপোষ করেননি”, বলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (৪ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের সন্ত্রোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগদানের পূর্বে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে ৭জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত কাগমারী সম্মেলন। তখন স্বাধীনতা মূল বীজ বপন করেছিলেন। এই সম্মেলন থেকে বিদায় বলেছিলেন পাকিস্তানকে।
মাজার জিয়ারত শেষে বেগম আলেমা খাতুন ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ আরও অনেকে।
মন্তব্য করুন