
		নারায়ণগঞ্জের ফতুল্লায় বাউল সংগীতশিল্পী আনিকা আক্তার অনিকা (১৯)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত অনিকা আক্তার মাদারীপুর জেলার মোস্তফাকুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
শনিবার (৫ অক্টোবর) রাত ৩টার দিকে ফতুল্লার ভুইগড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মৃতদেহ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্বামী হাবিবুর রহমান (২৫)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবুরকে আটক করে এবং অনিকার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
আনিকার বাবা জানান, পাঁচ বছর আগে হাবিবুর ভালোবেসে আনিকাকে বিয়ে করেন। বিয়ের পরও হাবিবুর বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করতেন এবং আনিকার ভরণ-পোষণ দিতেন না। চার মাস আগে আনিকা একটি কন্যা সন্তানের জন্ম দেন। সম্প্রতি হাবিবুর মালা নামে আরেক নারী বাউল শিল্পীকে বিয়ে করলে আনিকা তার সত্যতা জানতে চায়। এ নিয়ে হাবিবুর ক্ষিপ্ত হয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে চাঁদপুরে চলে যান। এরপর আনিকাকে তালাকের নোটিশ পাঠান। আনিকা নোটিশ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির কাছে নালিশ করলে হাবিবুর আরও ক্ষিপ্ত হন।
পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে আনিকাকে হত্যা করে হাবিবুর মৃতদেহ নিয়ে হাসপাতালে যান। তারা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। হাবিবুর রহমান দাবি করেছেন, আনিকাকে তিনি হত্যা করেননি। গ্রামের বাড়ি চাঁদপুর থেকে এসে ভুইগড়ে ফ্ল্যাটে গিয়ে দরজা ভেঙ্গে প্রবেশ করলে দেখেন, আনিকা জানালার গ্রিলে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। এরপর তিনি তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘তালাকের নোটিশ ভুয়া ছিল এবং আনিকাকে ভয় দেখানোর জন্য পাঠিয়েছিলাম।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের পরিবার দাবি করেছেন, পারিবারিক কলহের জের ধরে হাবিবুর আনিকাকে হত্যা করেছেন। অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন