বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গোলাম আযম গ্রেপ্তার

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন থেকে সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আযম (৪৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) সকালে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে উপকূল এক্সপ্রেস ট্রেনে ওঠার আগ মুহূর্তে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত গোলাম আযম কসবা পৌরসভার শাহপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে এবং সাবেক পৌর মেয়র গোলাম হাক্কানীর ছোট ভাই। দীর্ঘদিন ধরেই তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাবেক যুবলীগ নেতা গোলাম আযমের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, গোলাম আযমকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

চলমান ডেভিল হান্ট অভিযানে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২