বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

৫ দফা বাস্তবায়ন দাবি: লক্ষ্মীপুরে মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম

‎বিশ্ব শিক্ষক দিবসে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষকরা।।‎ আজ রোববার বিকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেডে বাস্তবায়ন পরিষদের আয়োজনে অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।‎

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছমত আরা, সহকারি শিক্ষক আবুল কাশেম খান, মো. ইয়াহ ইয়া, মো. রাকিব হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বছরের পর পর সরকারি মাধ্যমিকের শিক্ষকরা পদোন্নতি ছাড়াই এন্ট্রিপদে বিদায় নিচ্ছেন। পদোন্নতির পোষ্ট থাকলেও সেখানে পদোন্নতি দেওয়া হচ্ছে না। সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মতো কোন আর্থিক সুবিধা পাচ্ছে না। ফলে মাধ্যমিকের শিক্ষকরা কর্মস্পৃহা হারিয়ে ফেলছেন, যা সরাসরি শিক্ষা খাত মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। যার জন্য সারাদেশের সরকারি শিক্ষকরা ৫দফা দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছে। অতিদ্রুত ৫দফা দাবি বাস্তবায়নে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। অন্যথায় দাবি আদায়ে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষকরা। ‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২