বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগকৃতদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম

পূর্ববর্তী সরকার আমলে ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধভাবে নিয়োগকৃত ও অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে গ্রাহকরা।

সোমবার (৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর শহরের চকবাজার মসজিদ মার্কেটের সামনে 'ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম'-এর আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাস্টিস্ট হাসিনার মদদে এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও অদক্ষ কর্মকর্তাদের কারণে ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাদের উপর ভর করে এস আলম গ্রুপের মালিক কোটি কোটি টাকা লুটপাট করে পাচার করেছে। তাই অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে।

এছাড়া তারা যদি কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, ইসলাম ব্যাংকের গ্রাহকরা তাদের রুখে দেবে বলে সতর্ক করেন।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে কলুষমুক্ত রাখতে দুর্নীতিবাজ, লুটেরা ও অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে যোগ্য ও দক্ষদের নিয়োগ দেয়ার দাবী জানান গ্রাহকরা।

মানববন্ধনে ‎এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ, ব্যাবসায়ী আবদুর রহমান জাহাঙ্গীর, নিজাম উদ্দিন মাহমুদ, ফয়েজ আহমেদ, শামছুল হুদা, আবুল কালাম, তানিম হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২