মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঝালকাঠির নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়নসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারেশন ও আলট্রাসনোগ্রাম চালুসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে নলছিটি স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টার এ কর্মসূচি চলাকালে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, সিন্ডিকেট বন্ধ ও পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবি জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নলছিটি উপজেলার দুই লাখ মানুষের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ভরসা। এখানে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র দুইজন। অত্যাধুনিক একটি আলট্রাসনোগ্রাম মেশিন আনার এক বছরের মাথায় বিকল হয়ে যায়। এখন পর্যন্ত মেশিনটি আর চালু করা হয়নি। এক্স-রে মেশিনটিও ফিল্মের অভাবে মাঝে মাঝে বিকল থাকে। দেড় যুগ ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। এছাড়াও অ্যাম্বুলেন্স থাকলেও তেলের অভাবে তা চলছে না।

রোগীদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে অতিরিক্ত অর্থ ব্যয় করে বিকল্প যানবাহনে। এসব কারণে অতিষ্ট হয়ে উঠেছে রোগী ও তাদের স্বজনরা। তাই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারশেন ও আলট্রাসনোগ্রাম মেশিন চালুসহ ১০ দফা দাবিতে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্য, ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক শাহাদাত আলম ও স্বেচ্ছাসেবী সাথি আক্তার। এ প্রসঙ্গে নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সমস্যাই হচ্ছে চিকিৎসক সংকট। মাত্র দুই জন চিকিৎসক দিয়ে চলছে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স। স্যাকমো ও চিকিৎসা সহকারীরাই বেশি রোগী দেখেন। আলট্রাসনোগ্রাম মেশিনটি বিকল হওয়ার পরে মেরামত করতে দেওয়া হয়েছে, কর্তৃপক্ষ এখনো তা দেয়নি। এছাড়া সকল সেবার মান ভালো রয়েছে বলেও দাবি করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন