
		বরিশালে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বরিশাল মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সদস্য সংগ্রহ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ও বরিশাল সদর ৫ আসনে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পর্যবেক্ষক টিমেরসহ টিম প্রধান ফরিদ উদ্দিন আহম্মেদ।
এ সময় বক্তারা বলেন, যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে বিএনপির সদস্য পদ দিতে পারবেননা কেউ। প্রত্যেকটি ওয়ার্ডে পাহারা দিতে হবে যাতে আওয়ামী লীগের কোন নেতা বিএনপির সদস্য হতে না পারে। যারা বিএনপিকে ভালোবাসে আন্তরিকতার সাথে তারা যেন সদস্য পদ পেতে পারে সে বিষয়ে নজর রাখতে হবে। সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে বিএনপির সাবেক নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন