
শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ওই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী চকচকা আলিম মাদ্রাসার গভার্নিং বর্ডির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাউশগাড়া ফাজিল মাদ্র্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, আলিহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইমরান আলী, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইদ্রিস আলী, প্রধান শিক্ষক শামীম আহমেদ, মাদ্রাসার শিক্ষক মো. গোলাম রব্বানী, বিএনপি নেতা গোলাম রব্বানী, নাসির উদ্দীন প্রমুখ।
সমাবেশে বক্তারা মাদ্রাসা শিক্ষার গুনগত মান বৃদ্ধি ও মাদ্রাসায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মাদ্রাসা বিভিন্ন শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন