
		রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকুর দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বাদ আসর তার প্রথম জানাজা এবং হোমিওপ্যাথি কলেজ মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ছোট নুরপুর কবরস্থানে আনিছুর রহমান লাকুর দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাজার নামাজে অংশ নেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুসহ জেলা, মহানগর বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি’র কাউন্সিলকে কেন্দ্র করে ঢাকায় সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে আনিছুর রহমান লাকু হৃদরোগে আক্রান্ত হন। পরে চিকিৎসার জন্য বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মন্তব্য করুন