
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরা বন্ধে অভিযান চালিয়ে ৩০০ কেজি ইলিশ জব্দ করা হয়।
বুধবার (৮ অক্টোবর) রাতভর কুমিরা ঘাটে অভিযান চালানো হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ জানান, নিষেধাজ্ঞার পরও মা ইলিশ ধরার খবর পেয়ে কোস্টগার্ডের সহায়তায় কুমিরা ঘাটের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এসময় অভিযানে মা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দত করা ইলিশ এতিমখানায বিতরণ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন