
সরকারের ইপিআই কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরে ৬ লাখ ৩০ হাজার শিশুকে টাইফয়েড এর টিকা দেয়া হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তার সম্মেলন কক্ষে এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীকে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা দেয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেয়া হবে। টাইফয়েড টিকা নিশ্চিতে গণমাধ্যমসহ সকলের সহযোগীতা কমনা করেন তিনি।
অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. নাহিদ রায়হানসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন