
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইব্রাহীম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুরা এলাকায় ঢোলভাঙ্গা নদী থেকে তার মরদেহ ভেসে ওঠে। নিহত ইব্রাহীম উপজেলার আমান উল্লাহ ভুঁইয়ার ছেলে এবং বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৬ অক্টোবর) সকালে ইব্রাহীম বন্ধুদের সঙ্গে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নামে। এ সময় স্রোতের তোড়ে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা ও উপজেলা দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালান, কিন্তু ব্যর্থ হন। খবর পেয়ে চাঁদপুর থেকে একটি ডুবুরি দল এসে দুই দিন চেষ্টা চালিয়েও শিশুটির কোনো সন্ধান পায়নি।
অবশেষে আজ বৃহস্পতিবার সকালে সোনারামপুর ইউনিয়নের ইছাপুরা এলাকায় নদীর পানিতে ভেসে ওঠে তার মরদেহ। নিহত ইব্রাহীমের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল আহমেদ খান বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি পচে ফুলে গেছে। নিহতের বাবা মরদেহ শনাক্ত করেছেন।
মন্তব্য করুন