
		‘আপনার চোখকে ভালোবাসুন’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।হাসপাতালের পরিচালক ডা. মাহবুবা খন্দকারের নেতৃত্বে র্যালিটি হাসপাতাল থেকে শুরু হয়ে কিশোরগঞ্জ -ভৈরব সড়কের সগড়া এলাকা হয়ে আবারও হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে জেলা সমাজ সেবা কার্যালয়, সদর উপজেলার পালপাড়া, কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল প্রাঙ্গণ এবং ইটনা উপজেলার দাসপাড়া এলাকায় বিনামূল্যে চোখের চিকিৎসার কার্যক্রম আয়োজন করা হয়।
মন্তব্য করুন