
		পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় স্থানীয় মানুষ তিনদিনের চেষ্টায় খুলনার দাকোপ উপজেলার বটবুনিয়ায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করতে সক্ষম হয়েছে।
রাতভর চেষ্টার পর শুক্রবার (১০ অক্টোবর) সকালে জোয়ার শুরুর আগেই বাঁধটি মেরামত সম্পন্ন হয়। নতুন করে পানি প্রবেশ না করলেও অন্তত তিনটি গ্রাম এখনও প্লাবিত রয়েছে।
গত মঙ্গলবার রাত ১২টার দিকে দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের ঢাকী নদীর পানির তোড়ে প্রায় ২০০ ফুট এলাকা জুড়ে বাঁধটি ভেঙে যায়। এতে তিলডাঙ্গা ইউনিয়নে পাঁচটি গ্রাম প্লাবিত হয়ে যায়। বাধ মেরামত হয়ে যাওয়ায় নতুন করে পানি প্রবেশ না করতে না পারলেও প্লাবিত এলাকাগুলোর পানি নেমে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ।
এ ঘটনায় প্রায় ৩ হাজার বিঘা জমির আমন ধান, মাছের ঘের ও পুকুর এবং সবজির খেত পানির নিচে তলিয়ে আছে।
মন্তব্য করুন