মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব-পত্নী গ্রেফতার

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পিএম

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তানিয়া (৩৪) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন।

জানা যায়, বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ মিয়া। পরে বাড়ি থেকে তার স্ত্রী তানিয়াকে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

ওসি ইকরাম হোসেন বলেন, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, সবুজ হাওলাদার পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাস সশ্রম কারাদণ্ড ভোগ করেছেন।

বরগুনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার জানান, আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে মাদক, চাঁদাবাজি, অবৈধ দখল ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। বরগুনা জেলার সকল জনগণকে সঠিক তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন