
		বরিশালে উজিরপুরের শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে গত শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ দোকান মালিককে ঢেউ টিন ও নগদ অর্থ তুলে দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন কার্যালয়ের এর সামনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোকন সরদার। প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য গত চার অক্টোবর ভোররাতে অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলাম-এর ওয়ার্ড কার্যালয়সহ পল্লী চিকিৎসক সাইদুল ইসলাম শামীম ঔষধের দোকান, মোঃ কাউসার হোসেনের খাবার হোটেল, আব্দুল হাকিমের ঔষধের দোকান, মোঃ মাহফুজ খানের জুতা ও গার্মেন্টস শোরুম, রুবেল হাওলাদারের ইলেকট্রিক্যাল দোকান, নুরুল হক হাওলাদারের পান সুপারির দোকান, হানিফ ব্যাপারীর হার্ডওয়ারের দোকান, জহিরুল ইসলাম, রুবেল, সাহাজানের দোকানে অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
মন্তব্য করুন