
বরিশালের বরগুনায় এক হাজার ১৫০ পিস ইয়াবাসহ জুয়েল মৃধা (৪৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৪৫ হাজার টাকা।
ডিবি পুলিশের একটি দল শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টায় অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যাক্তি বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া গ্রামের সুলতান মৃধার ছেলে। তার বিরুদ্ধে এর আগেও মাদক বিরোধী আইনে ২ টি মামলা রয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইন চার্জ মো. ইকরাম হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ১ হাজার পিস ইয়াবার চালান নিয়ে বাড়িতে যাচ্ছে জুয়েল নামের এক ব্যাক্তি। ডিবি পুলিশের একটি দল অভিযান চালায় ও একপর্যায়ে ১১ শত ৫০ পিস ইয়াবাসহ জুয়েল মৃধাকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে। পুলিশের সুপার স্যারের নির্দেশে আমাদের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন