মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জামায়াতের ফ্রি-মেডিকেল চিকিৎসা নিলেন দূরদূরান্তের মানুষ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকাল ৩টা থেকে পৌরসভার এই ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলমান ছিল। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্পে এক-দেড় হাজার রোগীর চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ-পত্র ফ্রিতে গ্রহণ করেন। ক্যাম্পে বারোজন চিকিৎসক কয়েকটি বুথে রোগীদের সাধারণ চিকিৎসা, রক্তচাপ, ডায়াবেটিস, শিশু ও নারীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসা নিতে ভিড় করেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার জামায়াতে ইসলামীর আমির মোঃ শাখাওয়াত হোসেন মাস্টারের সভাপতিত্বে ও পৌর শাখার সেক্রেটারি হাফেজ কাউছার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোঃ জুনায়েদ হাসান।

প্রধান বক্তা ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া, জেলা এন ডি এফ এর সভাপতি এম এ হানিফ, এনডিএফ এর জেলা সহ সভাপতি ডা. ফরিদ উদ্দিন আহমেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ ও চিকিৎসকবৃন্দসহ চিকিৎসা নিতে আসা রোগীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ ব্যপারে জেলা শাখার সহকারী সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুনায়েদ হাসান বলেন, মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী নিবেদিত হয়ে কাজ করছে। মানবসেবার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সহস্রাধিক রোগীকে ফ্রি-চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এতে আমাদের আয়োজন স্বার্থক হয়েছে।

চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন