
		প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগে কিশোরগঞ্জ জেলাকে অন্তর্ভুক্ত না করে ঢাকার সঙ্গেই রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও নাগরিক সমাজ।
রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে ‘সাধারণ ছাত্রজনতা’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবির, সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, কিশোরগঞ্জ ঐতিহাসিকভাবে ও প্রশাসনিকভাবে ঢাকার সঙ্গে সম্পৃক্ত। এটিকে ময়মনসিংহ বিভাগের সঙ্গে যুক্ত করা হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
এ সময় তারা সতর্ক করে বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মন্তব্য করুন