
		হবিগঞ্জের চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের অভিযোগে ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। বিষয়টি জানতে পেরে সেখানে আজ সকাল থেকে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের কয়েকটি টিম। অভিযান চলাকালে বালু উত্তোলনের সময় কয়েকটি ট্রাক ভর্তি বালুসহ হাতেনাতে ১৪ জনকে আটক করা হয়।
মন্তব্য করুন