
ছাঁটাইকৃত ২২০ জন শ্রমিককে চাকরিতে পুর্ন বহাল, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও শ্রমিকদের দুই মাস ১২ দিনের সার্ভিস মজুরি সহ সকল পাওনা পরিষদের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা।
আজ রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের কার্যালয় প্রধান ফটক ঘেরাও করে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে। দীর্ঘ প্রায় দুই ঘন্টা ধরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান করায় জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকদের মধ্য থেকে ১৫ সদস্যের একটি দল জেলা প্রশাসনের কার্যালয়ে যান কথা বলার জন্য।
শ্রমিকদের অভিযোগ গত ২ আগষ্ট এ গার্মেন্টসে তুচ্ছ ঘটনার দেড় ধরে সংঘর্ষের ঘটনাঘটে। এই ঘটনার যিয়ার ধরে মালিকপক্ষ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে মালিক কর্তৃপক্ষ ২২০ শ্রমিককে কোন প্রকার পাওনা পরিশোধনা করে ছাঁটাই করে দেয়।
শ্রমিকদের দাবি শ্রমিক আইন অনুযায়ী কোন শ্রমিককে ছাঁটাই করতে হলে তার তিন মাসের পাওনা সহ যাবতীয় পাওনাদি পরিষদের পর করা হয়। কিন্তু এই কারখানায় তা মানা হয়নি।চাকুরি না থাকায় গত দুই মাস ধরে শ্রমিকরা মানবতার জীবনযাপন করছেন বলে অভিযোগ করেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনাব্বর হোসেন জানান, শ্রমিক প্রতিনিধি শ্রমিক সংগঠন প্রতিনিধি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, কলকারখানা পরিদর্শন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মালিক পক্ষকে নিয়ে বৈঠকে বসেছে। আশা করছি বৈঠকে একটি ফলপ্রসূ সমাধান আসবে।
মন্তব্য করুন