মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যশোরের শার্শায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম

যশোরের শার্শা উপজেলার কাজীরবেড় গ্রামে নিখোঁজ হওয়া এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫দিন পর আজ মঙ্গলবার সকালে একটি পরিত্যক্ত বাসা থেকে তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। ভ্যানচালক আবদুল্লাহ (২৬) গত শুক্রবার নিখোঁজ হয়।

জিডির সূত্র ধরে শার্শা থানা পুলিশ ও যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ তৎপরতায় ঝিকরগাছা থানা এলাকা থেকে আব্দুল্লাহর ভ্যানটি উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে আশানুর রহমান ওরফে আশা (২৮), মুকুল হোসেন (৩৮) এবং সাগর হোসেন (২৫) নামের তিনজনকে আটক করা হয়। আটক আশানুরের দেওয়া তথ্যে তার পাশের বাড়ির সুমনের পরিত্যক্ত একতলা বাড়ির টিনের বক্সের ভেতর থেকে ভ্যানচালক আব্দুল্লাহর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, আব্দুল্লাহর বাবা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করার পর থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ তৎপর ছিল। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ আব্দুল্লাহর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার টিম যৌথভাবে প্রকৃত দোষীদের ধরার চেষ্টা করছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন