
		বরগুনায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদী মো. মিলটন মুন্সি (৫৩)-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরীয়ত উল্লাহ তাকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।
জানা যায়, জমি দখল নিয়ে হুমকি-ধামকির অভিযোগে মিলটন মুন্সি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মামলার বিবাদী ছিলেন মো. মহিউদ্দিন বাদল (৫৫) ও মো. নাসির উদ্দিন (৫৮)। তারা আলহাজ্ব আনোয়ার হোসেন খানের পুত্র।
বাদী মিলটন মুন্সি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের মো. শাহজাহান মুন্সির পুত্র। বর্তমানে তিনি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ লাকুরতলা এলাকায় অস্ট্রেলিয়া প্রবাসী মো. সুলতান আহমেদের বসতবাড়ি ও সম্পত্তির দেখভালের দায়িত্বে আছেন।
মামলার আসামি মো. মহিউদ্দিন বাদল বলেন, মিলটন মুন্সি আমাদের বিরুদ্ধে জোরপূর্বক সম্পত্তি দখলের মিথ্যা অভিযোগ করেছেন। এই ব্যক্তিকে জীবনে এই প্রথম দেখলাম। এর আগেও তিনি আমাদের বিরুদ্ধে চারটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। আজকের মামলায় আদালত সত্য উদঘাটন করে তাকে দোষী সাব্যস্ত করেছেন। আমরা আদালতের এই ন্যায়বিচারকে সম্মান জানাই।
আসামিপক্ষের আইনজীবী অ্যাড. আহসান হাবিব স্বপন বলেন, আদালতে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক বাদীকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে মামলার আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।
মন্তব্য করুন