মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নিখোঁজের একদিন পর পুকুর থেকে নারীর লাশ উদ্ধার 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:০৬ পিএম

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মেরিনা বেগম (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় খবর পেয়ে ইউনিয়নের রসেয়া গোরস্থান সংলগ্ন দলুয়া পুকুর থেকে লাশটি উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশ। মেরিনা কিসমত রসেয়া মালিগা গ্রামের খাদেমুল ইসলামের (নেন্দ) স্ত্রী।

স্থানীয়রা জানায়, গত সোমবার বিকাল চারটা থেকে মেরিনা বেগম নিখোঁজ ছিলেন। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। মঙ্গলবার মাগরিবের পরে কয়েকজন সাঁওতাল বাসিন্দা ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারাই প্রথমে লাশ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রাসহ মৃতের ভাই আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেরিনার পরিচয় নিশ্চিত করেন। আটোয়ারী থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল জানান, তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন