
		চট্টগ্রামে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট যুবায়েত ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমনের ওপর সিএমপির উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলামের হামলা এবং সীতাকুণ্ডের ছলিমপুরে সন্ত্রাসী হামলায় এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদসহ সারাদেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কক্সবাজার শহরের শহিদ মিনার চত্বরে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ ও সচেতন জনতাট ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলা টিভির কক্সবাজার প্রতিনিধি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,কোনো সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীন নয়। অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলেই হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতে হয়। সদ্য ঘটে যাওয়া দুটি ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। তিনি আরও বলেন, যমুনা টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলাকারী সিএমপির ডিসি মনিরুল ইসলামকে অবিলম্বে বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নিয়মিতভাবে বাধা, হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এতে গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত সাংবাদিকতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে তারা সীতাকুণ্ডের সলিমপুরে এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ সহ সারাদেশে দায়িত্ব পালনকালে আহত সাংবাদিকদের দ্রুত চিকিৎসা ও হামলাকারীদের বিচার দাবি করেন। এছাড়া, সারাদেশে পেশাগত দায়িত্ব পালনকালে হামলা, মামলা ও নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বা জানান।
মন্তব্য করুন