
পানের রাজ্য নামে খ্যাত উজিরপুরে রপ্তানিতে কেজি প্রতি ৫ ডলার ধার্য ও অতিরিক্ত কাঁচামাল ব্যায়সহ অন্যান্য অভিযোগে ১১ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় বরিশালের উজিরপুর সদরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উজিরপুরে পানের রাজ্য নামে খ্যাত ঐতিহ্যবাহী পান চাষীরা এবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ১১ দফা দাবিতে। উজিরপুরের অন্যতম প্রধান অর্থকরী ফসল হিসেবে এতদিন পানের কদর থাকলেও বর্তমানে পান রপ্তানিতে সরকার কেজি প্রতি ৫ ডলার ধার্য করায় বাংলাদেশ থেকে পান রপ্তানি প্রায় বন্ধ হওয়ার পথে। সে সুযোগে প্রতিবেশী রাষ্ট্র পানের বাজার দখল করে নেয়। এতে চরম অর্থনৈতিক দুর্ভোগে পড়ে দেশের চাষীরা। এই অর্থকরী ফসলটি এখন বাজারে বিক্রি হচ্ছে না বলে কৃষকদের দাবি।
এছাড়া পান উৎপাদনের জন্য কাঁচামাল বাঁশ, সরিষার খৈল, সার, ঔষধ ও উৎপাদন সংক্রান্ত ব্যয়ের উচ্চমুখী আর বিক্রয় ঘাটতি নিম্নমুখী হওয়ায় কৃষকরা বাধ্য হয়ে ১১ অথবা দাবিতে মানববন্ধন করেন।
উজিরপুর পান চাষী সমিতির সভাপতি মোঃ মামুন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাসদের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ বাদল, পান চাষী সমিতির কেন্দ্রীয়সহ সম্পাদক নিমাই মন্ডল, জাতীয় খেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ হারুন- অর-রশিদ, জাতীয় কৃষক খেতমজুর সমিতির বরিশাল জেলা সভাপতি অধ্যাপক জলিলুর রহমান ও প্রমুখ।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার কাছে স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য করুন