মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় ৭ দফা দাবি

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ৭দফা দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি আয়োজন করা হয়। আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বধির সংঘের সাধারণ সম্পাদক মো. জামালের স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, দেশের প্রায় দেড় কোটি প্রতিবন্ধী নাগরিক ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তাদের জন্য কোটাভিত্তিক চাকরি নিশ্চিতকরণ, সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ এবং চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে বিশেষ সহায়তার দাবি তোলা হয়। এছাড়াও ৭দফা দাবি বাস্তবায়নের প্রশাসনের প্রতি আহ্বান জানায়।

বক্তারা অভিযোগ করেন, বিদ্যমান আইন ও নীতিমালা থাকা সত্ত্বেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে। তারা এই ঘাটতি দ্রুত পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন