মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন ও আলম নামে দুই ভাই নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতদের ছোট ভাই ইয়াসিন আলী।

সংঘর্ষে নিহতরা হলেন- জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকইল সাহাপুকুর মহল্লার নওসেদ আলীর ছেলে মিলন (৬০) ও আলম (৫৫)। তারা উভয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গত তিন দিন আগে কথা কাটাকাটির জেরে আমিনুল ইসলামের সমর্থক তরিকুল, কামরুল ও শফিকুলকে মারধর করেন তুহিনপন্থীরা। পরে এর জের ধরে মঙ্গলবার সকালে পাল্টা হামলা চালায় আমিনুল ইসলামের অনুসারীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। তবে হামলায় গুরুতর আহত ৮ জনকে পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন দুই ভাই মিলন ও আলম মারা যান।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই ভাই মারা গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশের পক্ষ থেকে সংঘটিত সংঘর্ষকে বিএনপি’র দুই গ্রুপের রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল বলা হলেও সংশ্লিষ্ট দুই পক্ষের নেতারা দাবি করছেন ঘটনাটি মূলত স্থানীয় বাসিন্দাদের আধিপত্য ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন