
		নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর থেকে কিশোরগ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দেশীয় ধারালো অস্ত্রসহ তাদেরকে জেলা পরিষদ ভবনের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, কিশোর গ্যাং নামে পরিচিত একটি চক্র দীর্ঘদিন ধরে সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত দূরপাল্লা গাড়ি থেকে যাত্রীরা নামার পর আক্রমণ করে টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ মালামাল দেশিয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করে আসছে। এরই ধারাবহিকতায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ও ফতুল্লা থানার ডিউটি পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
অভিযানে জেলা পরিষদ থেকে কিশোর গ্যাং ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে দেশিয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সোহরাব(২২), মিরাজ(২৮), মনজু(৩০) ও আলমগীর হোসেন(৩২)। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা রুজুর বিষয় প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন