
		উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম।
স্থানীয় একাধিক সূত্রে জানা, যায় সাবেক উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর কাটলা এলাকায় অবৈধ পথে ভারত যাওয়ার সময় আটক হয়েছেন।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় ও দিনাজপুর আদালতে হাজির করা হবে।
উজিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে কোন মামলা রয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদ কর্মীদেরকে জানান এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না। তবে মামলার বিষয়ে নিশ্চিত হয়ে তিনি জানাবেন।
মন্তব্য করুন