বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে নোফেলের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০২:৩৭ পিএম

জাতীয় পর্যায়ে দল গঠনের লক্ষ্যে নোয়াখালীতে নোফেল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নোফেল যেহেতু বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর) জেলাকে প্রতিনিধিত্ব করে, তাই ঢাকায় আয়োজন না করে নোয়াখালীতে এ বাছাই কার্যক্রমের ভেন্যু নির্ধারণ করা হয়েছে, এমন বক্তব্য দেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাহিন ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী।

তবে সিলেট, যশোর, কক্সবাজারসহ দেশের ১৫টি জেলার প্রান্তিক পর্যায়ের ফুটবল খেলোয়াড়রা এই বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেছে, জানিয়ে তাঁরা বলেন, এখান থেকে ৩০ জনকে নির্বাচন করে দল গঠন করা হবে। একই সঙ্গে এ বাছাই কার্যক্রম বৃহত্তর নোয়াখালীর প্রান্তিক পর্যায়ের ফুটবলারদের উদ্বুদ্ধকরণও একটি লক্ষ্য।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে ক্রীড়া সংস্থা ও ক্রীড়াবিদরা। একই সঙ্গে বাছাইয়ে অংশ নিতে পেরে খুশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা ফুটবল খেলোয়াড়েরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২