
সুনামগঞ্জে প্রকৃতি ও মানুষের জীবন জীবিকার সুরক্ষায় ধোপাজান ও যাদুকাটা সহ সকল নদ-নদীতে অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় স্থানীয় আলফাত স্কয়ারে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জের বিভিন্ন নদনদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে নদী ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। পরিবেশের ক্ষতি হচ্ছে। ধোপাজান নদী থেকে ভিটবালু উত্তোলনের অনুমোদন বাতিল করতে হবে। যাদুকাটা, খাসিয়ামারা, চিলাই নদীতে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে।
মানববন্ধনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সুনামগঞ্জ জজকোর্টের এপিপি এডভোকেট আনিসুজ্জামান শামীম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মিলন।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
মন্তব্য করুন