
		খুলনায় পুকুরে গোসল করতে যেয়ে মমিতা ও আমেনা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে খালিশপুর গোয়ালখালী বেলে পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে দুই শিশু একসঙ্গে গোসল করতে পুকুরে নামে। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে এলাকাবাসী খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই জনই খালিশপুর নয়াবাটি এলাকার বাসিন্দা।
মন্তব্য করুন