মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাঙ্গাবালীতে অবৈধ মাছের ঘের কেটে ১৪ একর সরকারি জমি উদ্ধার

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম

রাঙ্গাবালীতে অবৈধ মাছের ঘের কেটে ১৪ একর সরকারি জমি উদ্ধার করার পর জাকির ভূইয়া নামে এক দখলদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার জাহাজমারা সৈকত সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে তৈরি করা দুটি মাছের ঘের উচ্ছেদ করেছে প্রশাসন। দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন জানায়, অভিযানে মোট ১৪ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়। এর মধ্যে জলমহালভুক্ত এলাকায় প্রায় ১০ একর জমি দীর্ঘদিন ধরে দখল করে অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছিলেন স্থানীয় জাকির ভূইয়া। পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী তাকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়। পরে তার ঘেরের বাঁধ কেটে দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করা হয়।

এ ছাড়া ইব্রাহীম মাহমুদ লিকন নামে আরেক ব্যক্তির দখলে থাকা ৪ একর সরকারি খাস জমিতে করা ঘেরও উচ্ছেদ করা হয়। অভিযানের সময় তাকে পাওয়া না গেলেও একটি উল্কা ও দুই সেট মাছ ধরার জাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়।

এ অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন, সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে এবং জলমহালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন