মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

তেভাগা আন্দোলন নেত্রী ইলামিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:১০ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১০:২৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের শততম জন্মবার্ষিকী পালন উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইলামিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ আয়োজিত শোভাযাত্রাটি শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে গিয়ে শেষ হয়। এতে ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন ঢোল, করতাল, তীর-ধনুকসহ নিজেদের ঐতিহ্যবাহী সাজে।

শোভাযাত্রা শেষে দুপুরে জাতীয় সঙ্গীতের পর পৌর পার্কে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উদযাপন পরিষদের আহবায়ক বঙ্গপাল সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আলমগীর স্বপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফকলোর এন্ড সোশাল ডেভলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষক ও ছাত্র উপদেষ্টা ড. আমিনুল ইসলাম, আদিবাসী লেখক ও গবেষক মিথু শিলাক মুরমু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইলামিত্র ছিলেন কৃষক ও প্রান্তিক মানুষের মুক্তির প্রতীক। তার নেতৃত্বে তেভাগা আন্দোলন শুধু অধিকার প্রতিষ্ঠাই নয়, নারী জাগরণের ইতিহাসেও এক উজ্জ্বল অধ্যায়। ইলামিত্রের সংগ্রামী জীবন ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

একদিকে একই সময় নাচোলের রাওতাড়া ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। বেলা ১১টার দিকে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গনে ইলামিত্র স্মৃতি সংসদ এর সভাপতি বিধান শিং এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ‘নাচোলের রাণী’ চলচ্চিত্রের পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, ইলামিত্র গবেষক ও লেখক আলাউদ্দিন আহমেদ (বটু), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ইসরাইল হক সেন্টু।

আলোচনা শেষে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর নৃত্য পরিবেশিত হয়। দুপুর ২টার দিকে ঐতিহ্যবাহী গোম্ভীরা ও নাটিকা পরিবেশিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন