বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

নাটোরে কৃষকের ধান পুড়িয়ে দুই লাখ টাকার ক্ষতি

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০২:২৬ পিএম

নাটোরে ঘাস মারার বিষ দিয়ে কৃষক হযরত আলী সরদারের সোয়া দুই বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ অক্টোবর) রাতে নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ পূর্ব পাড়া মাঠে রোপা আমন ধান পুড়িয়ে দেয় তারা। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। ফসল নষ্ট হওয়ায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী জানান, প্রতিদিনের মত রোববার সকালে মাঠে গিয়ে দেখেন তার সোয়া দুই বিঘা জমির সম্পারাণী জাতের ধানের শীষ ও পাতা নুয়ে পড়া। পরে যাচাই বাছাই করে দেখা যায় গত রাতেই কে বা কারা ঘাস মারা বিষ প্রয়োগ করেছে। এতে সম্পূর্ণ ধান নষ্ট হয়ে যায়।

তিনি আরো বলেন, তার চাচাতো ভাই সিরাজুল ইসলামের সাথে গত দুই বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে তারাই এধরনের ঘটনা ঘটিয়েছে বলে কৃষকের ধারণা। গত বছরেও তার রসুন, পিঁয়াজ ও ধান একই কায়দায় ঘাস মারা বিষ প্রয়োগ করে পুড়িয়ে দেয়া হয়েছিল।

ক্ষতিগ্রস্ত কৃষকের চাচাতো ভাই সিরাজুল সরকার বলেন, ধান পুড়ানো বিষয়ে তিনি কিছু জানেন না।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম বলেছেন, বিষয়টি জেনেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২