
		দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসদর আরসি বালিকা বিদ্যালয় চত্বরে বিএনপির সুধী সমাবেশ এবং ব্যাবসায়ী, শ্রমজীবী ও মহিলাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায়-দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসদর আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বিএনপির মতবিনিময় সভায় পৌর বিএনপির সভাপতি ও জেলা যুগ্ন আহ্বায়ক আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে-প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপি'র আব্বায়ক আনিসুর রহমান, মহিলা সংগঠনের আহবায়ক মোছা. ইসতেহারা বেগম, ব্যবসায়ী সংগঠনের গোলাম কুদ্দুস, বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করতে এবং বিএনপিকে ধানের শীষে ভোট দিতে সকলকে আহ্বান জানান।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন- বিএনপি শহীদ জিয়ার আদর্শ গড়া একটি দল তা হল বিএনপি। আপনারা সকল দলমত নির্বিশেষে বিএনপির আমলে ছেলে-মেয়ে লেখাপড়া করতে পথে যাতা আতে কোন প্রকার অসুবিধা হবেনা। এ ছাড়াও আগামী সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে দেশ ও দশের সেবা করার সুযোগ দিন। বিএনপি এমন একটি দল যারা কথায় নয় কাজে বিশ্বাসী, তাই আগামী সংসদ নির্বাচনে দিনাজপুর ৬ আসনে এ জেড এম জাহিদ হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
মন্তব্য করুন