মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জে নবজাতক চুরির দায়ে নারীর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম

সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির মামলায় আলপনা খাতুন নামে এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাসুদুর রহমান। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামীকে খালাস দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে প্রসুতি স্ত্রীকে ভর্তি করেন মাজেদ আলী। পরদিন সকালে সিজার অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়। বিকেলে এক অজ্ঞাত নারী বোরখা পরে নবজাতককে কোলে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আলোকদিয়া গ্রামের ছায়রন বেওয়ার বাড়ি থেকে নবজাতককে জীবিত উদ্ধার করে।

এরপর সলঙ্গা থানায় মামলা দায়ের করেন সন্তানের বাবা মাজেদ আলী মামলা করলে পুলিশ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। পরে দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন