
		‘মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৫' কে সফল করতে আজ বাগেরহাট সদর উপজেলার দড়াটানা নদীর বিভিন্ন স্থানে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এডিশনাল এসপি মো. শামীম।
গতকাল সোমবার (২০ অক্টোবর) দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন জেলা মৎস অফিসার রাজকুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়া আনসারীসহ সংশ্লিষ্টরা।
এ সময় জেলেদের কাছ থেকে প্রায় সাড়ে চার হাজার মিটারের আটটি বেহুন্দিজাল উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। সন্ধ্যায় বাগেরহাট কেবি মৎস্য বাজার প্রাঙ্গণে উদ্ধারকৃত জাল গুলি পুড়িয়ে ধ্বংস করা হয়।
মন্তব্য করুন