
		ময়মনসিংহের ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালক ও হেলাপার নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসকের বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার জয়নাল মিয়ার ছেলে চালক আল-আমিন (২৮) ও ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে হেলপার রাশেদুল ইসলাম (৩০)।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে একই পথে আসা অপর একটি মালবাহী ট্রাক পিছন দিক থেকে সজোড়ে ধাক্কা দেয়। এতে একটি ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
মন্তব্য করুন